Saha Institute works on education mainly but our main motto is doing social work. We try to drive unemployment away from society. So, we take steps directly to do self employed groups and beside this we help people to increase their own productive business.
আমাদের ক্লাসের পাঠদানের কিছু মৌলিক বৈশিষ্ট্য রয়েছে, যা নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার গাইড হিসাবে সমগ্র রাজ্যের মধ্যে নজির গড়েছে।
- আমাদের পাঠদান সাহা পাবলিকেশন থেকে প্রকাশিত নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার জন্য মৌলিক বই থেকে করানো হয়। এই বই ভারত বর্ষে সর্ব প্রথম সাহা পাবলিকেশন প্রকাশ করেছে। এখনো পর্যন্ত এই বই ভারতে কোনো সংস্থা প্রকাশ করতে পারেনি।
- আমাদের ক্লাসের ভিডিও সাপোর্ট থাকে , যা শিক্ষার্থী প্রথম বার ক্লাসে কোনো বিষয়ে বুঝতে না পারলে পরে পুন:রায় বার বার দেখে বুঝে নিতে পারবে। অর্থাৎ, শিক্ষার্থীর পাঠ গ্রহন সহজ ও আকর্ষণীয় হয়।
- আমাদের ক্লাস বুকিং করলে আমাদের ওয়েবসাইটে শিক্ষার্থীর নাম , ঠিকানা ও ছবি আপলোড করা হয়। সারা জীবন শিক্ষার্থী আমাদের তরফ থেকে বিশেষ সুবিধা পাবে।
- আমাদের institute থেকে শিক্ষার্থীদের জন্য সিলেবাসের 32 ভাগের এক ভাগ এর উপর অনলাইন টেস্ট এর আয়োজন করা হয় কর্নাটকের DIGISAPI TECHNOLOGY এবং arivu.in এর সহযোগিতায়। এই অনলাইন টেস্ট শিক্ষার্থীর সামনে ফাইনাল পরীক্ষার হলকে উপস্থাপন করে, ফলে তাদের পরীক্ষার ভীতি দূর হয় আবার ফাইনাল পরীক্ষার হলে যে যে সামান্য ভুল মারাত্মক ক্ষতি করে সেগুলি তারা প্রত্যক্ষ করতে পারে। ফাইল সাফল্যের সম্ভাবনা বেড়ে যায়।
- অনলাইন পরীক্ষার জন্য arivu.in website এ sign up করে যত্ন করে log in এর user id, password এবং exam user id ও পাসওয়ার্ড লিখে রাখবে। সারা জীবন বিভিন্ন অনলাইন এক্সাম এর জন্য প্রস্তুতি নিতে পারবে।
- সারা রাজ্যের বিভিন্ন প্রান্তের এক্সপার্ট স্টুডেন্টদের সাথে একসাথে পড়তে পারবে শিক্ষার্থীরা। ফলে তাদের প্রতিযোগিতায় অংশ গ্রহণের দক্ষতা অনেক বেড়ে যাবে। নিজেকে রাজ্যের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীর সাথে তুলনা করে নেওয়ার সুযোগ পাবে।
- আমরা নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার পর 3 মাসের জন্য ইংলিশ গ্রামার ও স্পোকেন ইংলিশ এর কোর্স করিয়ে শিক্ষার্থীকে নবোদয় স্কুলে যাওয়ার উপযুক্ত করে তোলা হয়। এতে ইংরেজি মাধ্যমে পড়াশোনা করতে এবং স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে ইংলিশে সংযোগ স্থাপন করতে অনেক বেশি সুবিধা হয়।
- নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতির পাশাপাশি ক্লাস সিক্স থেকে মাধ্যমিক পর্যন্ত বিভিন্ন
বিষয়ে সাহা ইনস্টিটিউট থেকে উৎকৃষ্ট মানের গাইড প্রদান করা হয়।
* আমাদের স্টুডেন্ট নবোদয় বিদ্যালয় থেকে হোক বা পূর্বের স্কুল থেকে হোক মাধ্যমিকে অংকে আর ইংলিশে 90 % এর বেশি নম্বর পায়।
** আমরা শিক্ষার্থীর পরীক্ষার আগে অনেকগুলো স্পেশাল ক্লাসের আয়োজন করে থাকি এবং ডক্টর ও সাইক্রিয়াটিস্টদের সহযোগে বিশেষ যত্নপূর্ন গাইড প্রদান করে থাকি।
** আমাদের শিক্ষার্থীর পাসের হার রাজ্যে সর্বাধিক, যা আমাদের গর্ব।